Saturday, March 15, 2025

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম,এস,আর টেন্ডার দাখিল

আরও পড়ুন

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম,এস,আর ২০২২-২০২৩ ইং অর্থ বছরের দরপত্রের টেন্ডার সিডিউল দাখিল করা হয়েছে।

১৩ ডিসেম্বর বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও’র অফিস রুমে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টার মধ্যে সিডিউল জমা প্রদান করেন তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারি প্রতিষ্ঠান গুলো হলো ১।

মেসার্স জাজ এন্টারপ্রাইজ, ২।এম,এন, কনাস্টাকশন, ৩।নাহার এন্টারপ্রাইজ,
নির্ধারিত সময়ের পর দুপুর ১২ টায় উপস্থিত জনসম্মুখে টেন্ডার বক্স উন্মুক্ত করা হয়।নির্ধারিত সময়ের মধ্যে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে মোট ১৭ টি দরপত্র জমা পড়ে। দরপত্র যাচাই বাছাই সম্পন্ন করে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেরন করবে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুনঃ  বরিশালে গায়েহলুদের কনেকে বহিরাগতের চুমু, ভেঙে গেল বিয়ে

ক – গ্রুপ ২ টি, খ- গ্রুপ ৩ টি,গ- গ্রুপ ৩ টি,ঘ- গ্রুপ ৩ টি,ঙ- গ্রুপ ৩ টি চ- গ্রুপ থেকে ৩ টি সিডিউল সহ মোট ১৭ টি সিডিউল জমা পড়ে।
নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ তানসিভ জুবায়ের তত্তাবধানে সিডিউল উন্মুক্ত করার সময় উপস্থিত ছিলেন নগরকান্দা পৌরসভার কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, কাউন্সিলর,বাবলু মাতুব্বর, কাউন্সিলর নাসির,কাউন্সিলর ইমদাদুল, সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক লিয়াকত হোসেন,সাংবাদিক নাসির,সাংবাদিক বোরহান আনিস,সাংবাদিক জনি,আওয়ামী লীগ নেতা আলামিন, ছাত্রলীগ নেতা কামরান।

আরও পড়ুনঃ  বেইলি রোডে আগুন: বোনের সঙ্গে দেখা করতে গিয়ে লাশ হয়ে ফিরছেন মুন্সীগঞ্জের প্রিয়ন্তী

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে সিডিউল জমা দিয়েছেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বাধিকারী ও উপস্থিত জনতার সামনে দরপত্রের বাক্স খোলা হয়ে। তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে মোট ১৭ টি দরপত্র (সিডিউল) জমা পড়ে।কাগজপত্র ঠিক আছে কিনা যাচাই বাছাই সম্পন্ন করে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হবে। সেখান থেকে চুড়ান্ত হবে।এছাড়া একটি মহল সিডিউল জমা নিয়ে ছিনতাই ঘটনা সাজিয়ে থানায় অভিযোগ করেন এবং আমাদের কাছে জমা দেন।তাদের অভিযোগের ভিত্তিতে খতিয়ে দেখা হবে।

আরও পড়ুনঃ  এবার ১৮ ঘণ্টা রোজা রাখতে হবে যেসব দেশে

[sc name=”eb” ][/sc]

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ