Saturday, March 15, 2025

কর্ণফুলীতে পুড়ে ছাই ১৮ পরিবারের বসতঘর

আরও পড়ুন

চট্টগ্রামের কর্ণফুলীতে আগুনে পুড়ে গেছে ১৮টি পরিবারের বসতঘর। মঙ্গলবার (৫ মার্চ) উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইছানগর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে নগদ টাকাসহ ২টি গবাদি পশুও পুড়ে যায়।

ক্ষতিগ্রস্তরা জানান, একই এলাকার মোহাম্মদ ইসলাম নামে এক ব্যক্তির গোয়াল ঘরের জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। আগুন গোয়াল ঘর থেকে মুহূর্তেই ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী ১৮টি পরিবারের ঘর পুড়ে যায়।

কর্ণফুলী ফায়ার স্টেশনের ইনর্চাজ শোয়াইব হোসেন মুন্সি বলেন, ‘আগুনের খবর পেয় দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আমরা। সব টিনের ঘর হওয়ায় আগুন চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। এলাকা ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।’

আরও পড়ুনঃ  ফরিদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে সন্ধ্যায় গণকবরে মোমবাতি প্রজ্বলন

এদিকে গত সোমবার বিকেল চারটার দিকে উপজেলার ইছানগর এলাকার একটি চিনি মিলে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে মিলের ১ লাখ টন অপরিশোধিত চিনি পুড়ে ছাই হয়ে যায়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ