Saturday, March 15, 2025

ডোমারে মেয়রের বিরুদ্ধে কোর্টে অপহরণ হত্যার মামলা

আরও পড়ুন

নীলফামারীর ডোমার মহিলা কলেজের সহকারী অধ্যাপক, আলমগীর কবির অপহরন ও হত্যা মামলা করেন ডোমারের মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দিনু সহ তিনজনের বিরুদ্ধে।।
আলমগীর কবির জানান, ডোমার বালিকা নিকেতনে আমার বউ শিক্ষকতা করে সেই সুত্রে আমার বউর সাথে পরোকিয়ার সম্পর্কে জরিয়ে যায় সেই প্রতিষ্ঠানের প্রধান ওমর ফারুখ।।অনৈতিক মেলামেশা করায় একাধিক বার ধরার পর যখন আর থামাতে পারেনা তখন তিনি আদালতে মামলা করেন, মামলা নং দঃবিঃ৪৯৭/৫০৬(২)/৩৪ ধারা মতে পিটি ১৬৯/২৩।

আরও পড়ুনঃ  তরুণ প্রজন্মের মাঝে বর্ষা ও জোছনাকে নতুনভাবে জনপ্রিয় করেছেন হুমায়ূন আহমেদ-মাদকের ডিজি ওয়াহাব ভূঁঞা

প্রধান শিক্ষক ও শিক্ষিকার অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে ১৯/১০/২৩ ইং স্কুলের অভিভাবক এলাকা বাসী মানব বন্ধন করেন,সেই মানব বন্ধন শেষে আলমগীর কবির মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে, মামলার আসামীগন ওনাকে পথরোধ করে ফাকা যায়গায় তুলে নিয়ে গিয়ে হত্যা করার চেষ্টা করে এ সময় স্থানীয় লোকজন দেখতে পেলে ওনা কে ছেড়ে দিয়ে প্রান নাশের হুমকি দেয়।। ঐ শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হচ্ছে মেয়র নিজেই।

তিনি প্রান নাশের ভয়ে আছে আর মেয়র প্রভাবশালী তাই তিনি বিজ্ঞ আদালতে মামলা করেছেন।

আরও পড়ুনঃ  গাজায় অনাহারে ২০ জনের মৃত্যু

ডোমারের মেয়রের সাথে ফোনে যোগাযোগ করা হলে ওনার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।

[sc name=”eb” ][/sc]

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ