রংপুরের পীরগাছা উপজেলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে ভেসে উঠেছে শিশুর লাশ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার পারুল ইউনিয়নের চালুনিয়া পানাতি পাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাত বছর বয়সী উম্মে হাবিবা উপজেলার চালুনিয়া পানাতিপারা গ্রামের আব্দুল হাকিমের মেয়ে। উম্মে হাবিবা পীরগাছার মিলিনিয়াম টাইল্ড স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের বাবা আব্দুল হাকিম বলেন, ‘আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি আসামিদের ফাঁসি চাই।’
পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার জানান, শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে নিখোঁজ হয় শিশু উম্মে হাবিবা। বিষয়টি নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল। সোমবার বাড়ির পাশের পুকুরে হাবিবার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। মরদেহ উদ্ধার এবং সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনে কোথাও কোনো চিহ্ন বা দাগ পাওয়া যায়নি। শিশুটি অসাবধানতাবশত পুকুরে ডুবে মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার গায়ে শীতের কাপড়ও ছিল বলেও জানান তিনি।