Tuesday, August 5, 2025

পেকুয়ায় ৫৩২ বস্তা সরকারি চাল জব্দ

আরও পড়ুন

কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে সরকারি বরাদ্দকৃত খাদ্য অধিদপ্তরের ৫৩২’শত বস্তা চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা ও সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাতের নেতৃত্বে উপজেলার সদর ইউপির চড়াপাড়া এলাকার একটি গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গোডাউনের মালিক দিদারকে আটক করে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়।

আটককৃত দিদার একই এলাকার কামাল হোসেনের ছেলে বলে জানা গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে বড় একটা ট্রাকে করে দিদার এই চাল গুলো তাঁর গোডাউনে নিয়ে আসে।

আরও পড়ুনঃ  পোশাকে আরবি হরফ, পাকিস্তানি নারীকে ঘেরাও করলো ক্ষুব্ধ জনতা

স্থায়ীরা বিষয়টি জানতে পারে ওই গোডাউনে তালা লাগিয়ে সংবাদকর্মীদের খবর দেয়। পরে সংবাদকর্মীরা ইউএনও কে বিষয়টি অবিহিত করলে তিনি সাথে সাথে সহকারী কমিশনার (ভূমি) কে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পাঠান। ওই গোডাউন চেক করে সরকারি বরাদ্দকৃত খাদ্য অধিদপ্তরের ৫৩২শত বস্তা চাল জব্দ করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা গিয়ে ওই গোডাউন সিলগালাসহ গোডাউনের মালিক দিদারকে আটক করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত বলেন, সংবাদকর্মীদের তথ্যের ভিত্তিতে আমরা এসব চালগুলো জব্দ করেছি। তাঁর কাছে সঠিক কোন তথ্য প্রমাণ না পাওয়ায় তাকে আমরা বিশেষ ক্ষমতাবলে পুলিশ হেফাজতে নিয়ে আসি। ওই গোডাউনটি সিলগালা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

আরও পড়ুনঃ  কলেজের পিয়ন আবার স্কুলের প্রধান শিক্ষকও তিনি

[sc name=”eb” ][/sc]

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ