Friday, March 14, 2025

পিনাকী ভট্টাচার্যের বাড়ির নামফলকের দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত

আরও পড়ুন

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বাড়ির নামফলকের ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে লেখা – “ডাক্তার বাড়ী | ডাঃ পিনাকী ভট্টাচার্য | ইউটিউব চ্যানেল মালিক (৩টি) ভ্লগার, লেখক চিন্তাবিদ, মানবাধিকার কর্মী, ফেসবুক পেইজের মালিক (১২টি) গ্রাম: নেয়ামতপুর পো: দেওগ্রাম, থানা: কাহালু, জেলা বগুড়া”।

এটি অনলাইন একটিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্যের বাড়ি বলে দাবি করা হচ্ছে। তবে এ ছবিটি সম্পাদিত চলে রিউমর স্ক্যানার বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) একটি প্রতিবেদন প্রকাশ করে।

আরও পড়ুনঃ  কক্সবাজারে লাইটার ট্রেনের ইঞ্জিন বগির ধাক্কায় অসহায় ১ কৃষকের মৃত্যু

তাদের অনুসন্ধানে জানা যায়, অনলাইন একটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বাড়ির নামফলক দাবিতে প্রচারিত ছবিটি আসল নয় বরং ভিন্ন এক ব্যক্তির বাড়ির নামফলকের ছবি ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে তৈরি করা হয়েছে।

এছাড়া ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘এএনএম ইশতিয়াক আহাম্মেদ’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালের ২৩ জানুয়ারি তারিখে “একজন পিওর অলরাউন্ডার ব্যক্তি! যার মধ্যে সব গুণই আছে।” শীর্ষক ক্যাপশনে একটি পোস্ট পাওয়া যায়।

পোস্টে একটি নামফলকের ছবিও যুক্ত রয়েছে যেখানে লেখা- “ডাক্তার বাড়ি-১ | লায়ন ডাঃ মোঃ বোরহান উদ্দিন (সম্রাট) | বাংলাদেশ আওয়ামী লীগ নেতা |

আরও পড়ুনঃ  ধানমন্ডি ৩২ এ ভাঙচুর নিয়ে যা বললেন সোহেল তাজ

বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, ফিল্ম নির্মাতা, পরিচালক, অভিনেতা, ইউটিউব চ্যানেল মালিক (৩টি), লেখক, চিন্তাবিদ ইত্যাদি | গ্রাম: নিয়ামতপুর, পো: দেওগ্রাম, থানা: কাহালু, জেলা: বগুড়া। | প্রয়োজনে: ০১৯৯৯৫৫৫৬৬৬”।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ