মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে আগামী ১২ ফ্রেব্রুয়ারি দেশটিতে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর তাদের মধ্যে এটি হতে যাচ্ছে প্রথম সরাসরি সাক্ষাত। ওই বৈঠকে ট্রাম্পের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করতে পারেন মোদি। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এক প্রেস কনফারেন্সে এমন কথা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
বিক্রম মিশ্রিকে সাংবাদিকরা এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি বলতে পারব না ওয়াশিংটনে বাংলাদেশ নিয়ে আলোচনা হবে কি না। তবে হতে পারে।’
দেশ থেকে পালিয়ে ভারত যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ ফেব্রুয়ারি অজ্ঞাতস্থান থেকে ফেসবুক লাইভে কথা বলেন। শত শত মানুষকে হত্যার দায়ে অভিযুক্ত হাসিনা পলাতক অবস্থায় কথা বলায় সাধারণ মানুষ বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন।
এর প্রতিবাদে তারা ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলেন।
শেখ হাসিনা ভারত থেকে বক্তব্য দেওয়ায় দেশটির সরকারের ওপর ক্ষুব্ধ হয়েছেন তারা। এমন পরিস্থিতিতে বিক্রম মিশ্রি তাদের কূটনৈতিক অবকাঠামো নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, তাদের কূটনৈতিক অবকাঠামোর নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সরকারের এবং তাদের সন্দেহ নেই এ নিয়ে বাংলাদেশ সরকার অবগত।
যুক্তরাষ্ট্র থেকে ১০৪ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে সামরিক উড়োজাহাজে করে দেশে ফেরত পাঠানোর দুদিন পর নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের এ দিনক্ষণ জানালেন দেশটির পররাষ্ট্র সচিব।