যৌন সম্পর্কে আপত্তি জানানোর কারণে বন্ধুকে খুন করা হয়েছে। ভারতের রাজস্থানের বারান জেলায় এ ঘটনা ঘটেছে। হত্যার শিকার ওই ব্যক্তির নাম বাইরওয়া (৪০)। এ ঘটনায় অভিযুক্ত দুজন হলেন- মুরলীধর প্রজাপতি এবং সুরেন্দ্র যাদব। দু’জনেই বারান শহরের বাসিন্দা। খবর এনডিটিভি
পুলিশ জানিয়েছে, ২৬ জানুয়ারি সন্ধ্যার দিকে মুরলীধর, সুরেন্দ্র এবং বাইরওয়া মিলে মদপান করছিলেন। এরপর তাদের মুরলীধরের বোনের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল।
অভিযোগ রয়েছে, যাওয়ার পথে বাইরওয়াকে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য জোর করতে থাকেন দুই বন্ধু। আপত্তি জানানোয় রাগের বশে বাইরওয়াকে পিটিয়ে খুন করে পুকুরে ফেলে দেন তারা। পরে পুকুর থেকে তার দেহ উদ্ধারের পর তদন্ত শুরু করে রাজস্থান পুলিশ।
পুলিশ জানায়, তদন্তে নামার পর মুরলীধর নিজেই খুনের কথা স্বীকার করেন। মুরলীধর একটি ধাবায় কাজ করেন এবং সুরেন্দ্র পেশায় শ্রমিক। বন্ধুকে খুনের পর পুলিশের হাতে ধরার ভয়ে বিষ খেয়ে নিজেকে শেষ করার চেষ্টা করেন সুরেন্দ্র। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। অন্যদিকে মুরলীধরকে গ্রেপ্তার করা হয়েছে।